Wednesday, November 12, 2025
HomeScrollদিল্লি মেট্রোতে আরও কড়া নিরাপত্তা, ব্যস্ততম স্টেশন কাশ্মীরি গেটে কড়া পাহারা
Delhi Metro

দিল্লি মেট্রোতে আরও কড়া নিরাপত্তা, ব্যস্ততম স্টেশন কাশ্মীরি গেটে কড়া পাহারা

লালকেল্লা স্টেশন বন্ধ থাকলেও আগমিকাল থেকে স্বাভাবিক চন্দে ফিরবে

নয়াদিল্লি: সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা (Red Fort)। এ নিয়ে দিল্লির লালকেল্লা এই নিয়ে তিনবার সাক্ষী থাকলো ভয়াবহ বিস্ফোরণের। বিস্ফোরণের দুই কেটে গেলও আজ বুধবারও বন্ধ থাকছে লালকেল্লা মেট্রো স্টেশন (Lal Quila Metro Station)। দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের পর, লালকেল্লা মেট্রো গেট ১ ও ৪ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। পুলিশ না জানানো পর্যন্ত ওই ২ টি গেট বন্ধ থাকবে। ঘটনাস্থল চারিদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ, তদন্ত চলছে। যার জেরে লালকেল্লার পরিবর্তে তার পরের স্টেশন কাশ্মীরে গেটে (Delhi Kashmere Gate Metro Station ) কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। লালকেল্লার কাছে বিস্ফোরণ, তিনদিনের জন্য় লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত ASI-এর । নিরাপত্তার স্বার্থে আপাতত বন্ধ রাখা হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশন , ঘটনার পর পাহাড়গঞ্জ, দারিয়াগঞ্জের বিভিন্ন হোটেলে তল্লাশি।

দিল্লির কাশ্মীর গেট মেট্রো স্টেশনের মধ্যে সবচেয়ে ব্যস্ততম স্টেশন। হাইঅ্যালার্ট জারি করা হচ্ছে। সেই জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে দিল্লির কাশ্মীর গেট মেট্রো স্টেশনে (Delhi Kashmere Gate Metro Station)। দিল্লি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে হাই সিকিউরিটিতে চেকিং চালান হচ্ছে। রাজীব চক বা হাউজ খাস মেট্রো স্টেশনেও একই ছবি ধরা পড়ে। অন্যদিকে মেট্রো ধরতে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য অন্যদিকে থেকে হাতে বেশি সময় নিয়ে বেরতে বলা হয়েছে। দিল্লি পুলিশ আর নির্দেশে আজও লালকেল্লা স্টেশন বন্ধ থাকলেও আগমিকাল থেকে স্বাভাবিক চন্দে ফিরবে বলে মনে করছেন ডিএমআরসি। ভায়োলেট লাইন আর যাত্রীদেরদের লালকেল্লা এলাকায় পৌঁচ্ছোনোর জন্য জামা মসজিদ ও কাশ্মীরে গেট মেট্রো স্টেশন নামার জন্য ঘোষণা চালাচ্ছে সিআইএসএফ। প্রতিটি মেট্রো স্টেশন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছ। জংশন স্টেশনে ডগ স্কোয়াড মোতায়েন রাখা হচ্ছে সিআইএসএফ আর তরফে।

আরও পড়ুন: দ্বিতীয় দফায় রেকর্ড ভোট পড়ল বিহারে!

দেখুন ভিডিও

Read More

Latest News